ডিএমপি নিউজ: রাজধানীর মিরপুর এলাকা থেকে চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃতের নাম- মোহাম্মদ ইমন। তিনি হারুন মোল্লা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
গতকাল রবিবার সন্ধ্যায় মিরপুর এলাকার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন পিপিএম-বার ডিএমপি নিউজকে জানান, গতকাল রবিবার বিকেলে মিরপুরের পূর্ব মণিপুরেরে একটি বাসার ২য় তলায় চুরি হয়। চোর ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট চার লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে মামলাটি তদন্তকালে পার্শ্ববর্তী একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্য-প্রযুক্তির সহায়তায় ইমনসহ দুইজনকে শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় রবিবার মিরপুর শপিং কমপ্লেক্সের এলাকা য় অভিযান চালিয়ে ইমনকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে একটি স্বর্ণের ও একটি ডায়মন্ডের নাকফুল এবং চুরি করা স্বর্ণ বিক্রির নগদ ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সর্ম্পকে তিনি আরোও বলেন, গ্রেফতারকৃত ইমন হারুন মোল্লা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আইফোন কেনার জন্য ওই বাসা থেকে চুরি করেছে বলে স্বীকার করেছে।
মিরপুর মডেল থানায় রুজুকৃত মামলায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।