রাজধানীর পল্টন থানা এলাকা থেকে চেতনানাশক নকটিন ট্যাবলেট ও ঝান্ডু বাম মলমসহ অজ্ঞান পার্টির চারজন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- আলাউদ্দিন, হেলাল বাওয়ালী, রাহিমা বেগম ও নিলুফা বেগম। এসময় তাদের হেফাজত থেকে ৪০ পিস চেতনানাশক নকটিন ট্যাবলেট ও ০৪ কৌটা ঝান্ডু বাম মলম উদ্ধারমূলে জব্দ করা হয়।
গত ৮ জুন ২০২২ (বুধবার) পল্টন থানার শান্তিনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম ডিএমপি নিউজকে বলেন, গ্রেফতারকৃত আলাউদ্দিন, হেলাল, রাহিমা ও নিলুফা বেগম একটি অজ্ঞান বা মলম পার্টির সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতরা বিভিন্ন রুটের বাস টার্মিনালে ও যাত্রাবাহী বাসে যাত্রী বেশে অথবা ক্যানভাসার পরিচয়ে দলবল নিয়ে প্রবেশ করত। এরপর নিরীহ যাত্রী সাধারণকে চেতনানাশক ট্যাবলেট বিভিন্ন পানীয় এর সাথে মিশিয়ে কৌশলে খাইয়ে দিত অথবা ঝাঝাঁলো ঝান্ডু বাম মলম চোখে লাগিয়ে দিত। পরবর্তীতে যাত্রীদের নিকট থাকা সর্বস্ব লুট করত গ্রেফতারকৃত এই অজ্ঞান পার্টির সদস্যরা।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা রুজু হয়েছে।