ডিএমপি নিউজঃ রাজধানীর বিভিন্ন থানা এলাকা হতে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ৭ জুন’১৭ বুধবার রাজধানীর রমনা, রামপুরা ও কোতয়ালী থানা এলাকায় পৃথক-পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানার টহল পুলিশ।
৭ জুন’১৭ বেলা সাড়ে বারোটার দিকে রমনা থানার বাংলামটর এলাকায় ভিকটিম মোঃ মিল্লাত হোসেন বেপারীকে গতিরোধ করে ছিনতাই করার চেষ্টা করে একদল দুষ্কৃতিকারী। ছিনতাই করার সময় ভিকটিম চিৎকার শুরু করে । ভিকটিমের চিৎকার শুনে রমনা থানার টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে এবং একজন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছিনতাইকারীর নাম-বাদল শেখ (৩৮)। তার বিরুদ্ধে রমনা থানায় মামলা রুজু হয়েছে।
একইদিন রাত দশটার সময় কোতয়ালী থানা পুলিশের অপর এক অভিযানে বেরীবাঁধ এলাকা হতে ছিনতাইকারী মোঃ সিরাজ হোসেন রুবেলকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারের পর তার হেফাজত থেকে ভিকটিম মোঃ ইয়াছিন এর নিকট থেকে ছিনিয়ে নেওয়া একটি মানিব্যাগ ও নগদ ২০০০ টাকা উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে, গত ৬ মে’১৭ রাত সাড়ে এগারোটার দিকে রামপুরা থানা এলাকার কেএফসি ফাস্ট ফুড দোকানের সামনে ভিকটিম এ আর খানের নিকট থেকে ৪৫০০ টাকা ছিনতাই করার সময় দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মাইনুল হাসান (৫০) ও আরিফ (৩২)। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত ৪৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকা ভিকটিমকে বুঝিয়ে দেয় পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা রুজু হয়েছে।