ডিএমপি নিউজ : রাজধানীর কোতোয়ালী থানা এলাকা থেকে ছিনতাইকারী চক্র ‘বুলেট গ্যাংয়ের’ দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে মো. সজিব ব্যাপারী ওরফে ভুজু ও মো. রাব্বি ওরফে রিপন। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন, নগদ ৬০০ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর রহমান ডিএমপি নিউজকে জানান, ছিনতাইকারী চক্র ‘বুলেট গ্যাং’ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করতো। গতকাল সোমবার দিবাগত রাত ২.৩০টার দিকে সজিব নামে এক ব্যক্তি রিকশাযোগে মিটফোর্ড হাসপাতালে যাচ্ছিলেন। পথে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। কোনকিছু বুঝে উঠার আগেই ছিনতাইকারী দল চাপাতি দিয়ে তার মাথায় আঘাত করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরো জানান, ভুক্তভোগী ওই ব্যক্তি থানায় মামলা করার পর মামলাটি কোতোয়ালী থানা পুলিশ তদন্ত শুরু করে। আজ সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।
ওসি মো. শাহীনুর রহমান জানান, ছিনতাইয়ের সাথে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।