ডিএমপি নিউজঃ ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ ।
আজ ২২ মার্চ ২০১৯ খ্রিঃ সকাল হতে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন অমান্য করায় ৩৩৮টি বাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ট্রাফিক সূত্রে জানা যায়, কাগজপত্র ও ফিটনেস জনিত ক্রটির কারণে ৩১৮ টি বাসের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল এবং ২০টি বাস ডাম্পিংয়ে প্রেরণ করা হয়েছে।
এর মধ্যে ট্রাফিক পূর্ব বিভাগ ১২২টি, ট্রাফিক পশ্চিম বিভাগ ৪২টি, ট্রাফিক উওর বিভাগ ৮৯টি ও ট্রাফিক দক্ষিন বিভাগ ৬৫টি বাসের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করে এবং ট্রাফিক পূর্ব বিভাগ ০২ টি, ট্রাফিক পশ্চিম বিভাগ ১৬টি ও ট্রাফিক দক্ষিন বিভাগ ০২ টি ডাম্পিংয়ে প্রেরণ করেন।