ডিএমপি নিউজঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫,৭৯২টি মামলা ও ২৩,৯৫,৪৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ২৯টি গাড়ি ডাম্পিং ও ৬৫০টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১৯২টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ২টি, বিভিন্ন প্রকার স্টিকার ব্যবহার করায় ২টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৮২০টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৮টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
এছাড়াও ট্রাফিক আইন অমান্য করার কারণে ১,৮৭১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৩২টি মোটরসাইকেল আটক করা হয়েছে। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৭ মামলা করা হয়েছে।
১৯ অক্টোম্বর, ২০১৯ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।