ডিএমপি নিউজঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৭৫২টি মামলা ও ২৮,৭৫,৯০০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৩১টি গাড়ি ডাম্পিং ও ৭২৬টি গাড়ি রেকার করা হয়।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখিত মামলা ও জরিমানা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৮৯০টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৮৩টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ১২টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২১টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক বিভাগ।
ট্রাফিক সূত্রে আরো জানা যায়, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৯৩১টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৮৯টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৩২টি মামলা দেওয়া হয়।
১১ ডিসেম্বর, ২০১৮ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।
ডিএমপি ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়।