ডিএমপি নিউজ: রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- রাজিব (২২), মোহাম্মেল (৩৮) ও আহম্মেদ বাবু (৩২)। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি চাপাতি ও ১টি লাঠি উদ্ধার করা হয়।
১৬ নভেম্বর, ২০১৯ রাত ২.৪৫ টায় শেরেবাংলা নগর থানার ইন্দ্রা রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা রুজু হয়েছে।