ডিএমপি নিউজঃ রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে গুলিসহ ০৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইকবাল, সাব্বির আহমেদ রুবেল ও মোঃ সাইফুর ইসলাম সানী। এসময় তাদের হেফাজত হতে ০৫ রাউন্ড গুলি, ১টি স্টিলের চাকু, ০২টি লোহার রড, ৫ পিস পাটের রশি ও ১০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
মঙ্গলবার (২২ মার্চ ২০২২) রাত ১:১০টায় বাড্ডা থানার দক্ষিণ বাড্ডা লেক রোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় ডাকাত দলের সদস্যরা বাড্ডা থানার দক্ষিণ বাড্ডা লেক রোড এলাকার শাওন অটো এন্ড সার্ভিসিং সেন্টারের সামনে অস্ত্রশস্ত্রসহ ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জব্দকৃত মালামালসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, এ চক্রের সদস্যরা বাড্ডা থানা এলাকার পথচারী, বাসাবাড়ি ও বিভিন্ন অফিসের মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে আসছে। তারা ঢাকা মহানগরীর আশপাশের এলাকায় নিয়মিত ডাকাতির কাজে জড়িত।
বাড্ডা থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।