ডিএমপি নিউজঃ রাজধানীতে মাদকদ্রব্যসহ ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত।
ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১৭৬১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৫৪ গ্রাম ৪০৪৫ পুরিয়া হেরোইন, ৪৪৪ বোতল ফেন্সিডিল ও ৬৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
১০ জানুয়ারি,২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে।