ডিএমপি নিউজঃ রাজধানীর উত্তরায় তিনটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা ও এক জনকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যৌথ অভিযানে উল্লেখিত জেল ও জরিমানা করা হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, ২০ জুলাই বৃহস্পতিবার উত্তরা ৩নং সেক্টর এলাকায় অবস্থিত BFC –তে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করে বিক্রয় করায় ব্যবস্থাপক মন্টু রায়কে ৮০ হাজার টাকা জরিমানা, অবৈধভাবে ফুটপাতের ওপর বাড়ি তৈরির নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় DOM INNO Builders-কে ২০ হাজার টাকা ও প্রিমিয়াম কর্পোরেশনকে ২০ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় সরকারি আদেশ অমান্য করায় রোকন মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।