ডিএমপি নিউজঃ রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম– মোঃ জসীম উদ্দীন, লিটন সাহা, মোঃ ফরহাদ ও ইব্রাহিম হোসেন। এসময় তাদের হেফাজত থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।
পল্লবী থানা ইন্সপেক্টর (তদন্ত) মো: আবু সাঈদ আল মামুন ডিএমপি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ০৩ সেপ্টেম্বর, ২০২১ (শুক্রবার) রাত ০৩:৫০ টায় পল্লবী থানার ১১ নং সেকশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা রুজু হয়েছে।