ডিএমপি নিউজঃ রাজধানীর রমনা থানা এলাকা থেকে বিশ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- আলমগীর হোসেন ও মোঃ আল-আমিন।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সঙ্ঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম ডিএমপি নিউজকে জানান, ২৭ আগস্ট, ২০২১ (শুক্রবার) বিকাল ৫:১৫ মিনিটে রমনা থানার মগবাজার মোড়ের জনতা ব্যাংক এর সামনে পাকা রাস্তার উপর থেকে বিশ কেজি গাঁজাসহ আলমগীর হোসেন ও মোঃ আল-আমিনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি পিকআপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা এসব গাঁজা ঢাকা শহরের বিভিন্ন স্পটে সরবরাহ করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলো। রমনা মডেল থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।