ডিএমপি নিউজঃ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা ও সেবনের অপরাধে অভিযুক্ত।
এ সময় তাদের হেফাজত থেকে ৫১০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৫০ গ্রাম গাঁজা, ৬৫৭ গ্রাম ৫০৫ পুরিয়া হেরোইন, ৮০০ বোতল ফেন্সিডিল ও ১০ টি ইনজেকশন করা হয়। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ হয়েছে।
১২ জানুয়ারি, ২০১৮ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও অভিযুক্তদের গ্রেফতার করা হয়।