ডিএমপি নিউজঃ রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ২,১৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮১ গ্রাম ৫৫৫ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম ১৫০ পুরিয়া গাঁজা ও ২৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
১২ জুলাই, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা রুজু হয়েছে।