ডিএমপি নিউজঃ রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসা ও সেবনের অপরাধে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫২০ গ্রাম ১৯৭৫ পুরিয়া হেরোইন, ১১১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৫০ গ্রাম গাঁজা, বিদেশী মদ ১৪ বোতল ও ১০০ টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
০৯ মার্চ, ২০১৮ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।