ডিএমপি নিউজঃ রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১৪৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩১৬ গ্রাম ৫৪০ পুরিয়া হেরোইন, ১৩৫ বোতল ফেন্সিডিল, ১৯২ ক্যান বিয়ার, ১.৫ লিটার দেশী মদ, ২৪ টি ইনজেকশন ও ২১০ গ্রাম ৩৫ পুরিয়া গাঁজা।
১৮ জানুয়ারি, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু হয়েছে।