ডিএমপি নিউজঃ রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা মাদক সেবন ও বিক্রির অভিযোগে অভিযুক্ত।
ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ২০৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০৩.৩ গ্রাম ১০৮০ পুরিয়া হেরোইন, ২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২১ বোতল দেশী মদ ও ৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
২১ মার্চ, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।