ডিএমপি নিউজঃ মেগা সিটি ঢাকায় প্রতিনিয়ত বাড়ছে মানুষ, বাড়ছে যানবাহন। আর যানবাহন বাড়ার সাথে সাথে বাড়ছে যানযটও। যানযট থেকে মুক্তি পেতে অনেকেই ঝুঁকছেন মোটর বাইকের প্রতি। অনেকেই গন্তব্যে একটু আগে পৌঁছাতে অনিচ্ছাকৃত ভাঙচ্ছেন ট্রাফিক আইন। ট্রাফিক আইন না মানা এমন ৯৬৮ মোটরবাইকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ডিএমপি’র ট্রাফিক বিভাগ। আটক করা হয়েছে ১০২টি মোটর সাইকেল।
এছাড়া হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার জন্য ৭১টি গাড়ি, হুটার বা বিকনলাইট ব্যবহারের দায়ে ৭টি গাড়ি, উল্টোপথে গাড়ি চলাচলের জন্য ২৯৪টি গাড়ি, পুলিশ স্টিকার বা ডিএমপি স্টিকার ব্যবহারের জন্য ১টি গাড়ি, মাইক্রোবাসে কালোগ্লাস লাগানোর জন্য ৭টি গাড়ি ও গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করার দায়ে ৮১টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৩১ জুলাই ২০১৮ মঙ্গলবার সকাল হতে আজ সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন ভঙ্গকারী এসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ।