ডিএমপি নিউজঃ রাজধানীতে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শাহআলী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- জমির মোল্লা, মোজাফ্ফর হোসেন ও কাওসার। এসময় তাদের হেফাজত হতে ০৩টি সৌদি রিয়েল, ০১টি হুইল সাবান, কিছু পুরাতন পেপার ও গামছার ০২টি টুকরা উদ্ধারমূলে জব্দ করা হয়।
শাহআলী থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান ডিএমপি নিউজকে জানান, গত এক মাস আগে শাহআলী থানায় বসবাসরত জুয়েল নামের এক ব্যক্তির সাথে মিরপুর ১০ নং গোলচত্ত্বরে গ্রেফতারকৃতদের পরিচয় হয়। পরিচয় সূত্রে গত ২৩ নভেম্বর ২০২১ গ্রেফতারকৃত জমির মোল্লা ৫টি সৌদি রিয়াল জুয়েলকে দেখিয়ে বলে এগুলো কোথায় ভাঙ্গানো যায়। তখন জুয়েল তাকে শাহআলী থানার মুক্তবাংলা শপিং কমপ্লেক্স মার্কেটের মানি এক্সচেঞ্জ এর কথা বলে। সেই সময় গ্রেফতারকৃত মোজাফ্ফর ও কাওসার সেখানে উপস্থিত হয়। গ্রেফতারকৃত জমির মোল্লা, জুয়েলকে ৫টি সৌদি রিয়াল ভাঙ্গিয়ে দিতে বললে সে মুক্তবাংলা শপিং কমপ্লেক্স মার্কেটের মানি এক্সচেঞ্জ থেকে ভাঙ্গিয়ে দেয়। পরে গ্রেফতারকৃতরা জুয়েলকে ৫০০ টাকা দিয়ে বলে তাদের কাছে আরও সৌদি রিয়াল আছে। যদি কোন পরিচিত লোক থাকে তাহলে মানি এক্সচেঞ্জ হতে কম মূল্যে দিতে পারবে।
তিনি আরও বলেন, পরবর্তীতে গ্রেফতারকৃতদের কথাবার্তায় জুয়েল বিশ্বাস স্থাপন করে এবং কিছু সৌদি রিয়াল পরিবর্তন করার কথা বলে। সেই মোতাবেক গতকাল (৪ নভেম্বর) বিকাল ০৫: ৪৫ টায় শাহআলী থানার আকবরিয়া মসজিদের সামনে দেখা করে জুয়েল রিয়াল দেখতে চান। তখন গ্রেফতারকৃতরা নতুন গামছার দুটি টুকরার ভিতর একটি হুইল সাবানের উপর একটি রিয়াল রেখে কিছু পুরাতন পেপারে মোড়িয়ে দেখায় যে এখানে সব সৌদি রিয়াল। গ্রেফতারকৃতদের এমন আচরণ জুয়েলের সন্দেহ হলে সে হাতে নিয়ে দেখতে চাইলে তারা বলে হাতে দেয়া যাবে না। তখন জোরপূর্বক দেখতে চাইলে গ্রেফতারকৃতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জুয়েল চিৎকার শুরু করে। তার চিৎকারে আশেপাশের লোকজনসহ শাহআলী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।স্থানীয় লোকজনের সহায়তায় বৃহস্পতিবার (৪ নভেম্বর, ২০২১) সন্ধ্যা ৬:১০ টায় তাদের গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহআলী থানায় মামলা রুজু হয়েছে।