ডিএমপি নিউজঃ রাজধানীতে খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ১ সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেপ্তারকৃতের নাম- সৈয়দ ইসতিয়াক আহমদ কায়সার (২৫)। এ সময় তার হেফাজত থেকে ২ টি মোবাইল ফোন ও একটি সিপিইউ জব্দ করা হয়।
এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান ডিএমপি নিউজকে জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর, ২০২০) রাত ৯.৩০টায় খিলক্ষেত থানার মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, লিফলেট বিতরণ, পোস্টারিং এর মাধ্যমে প্রচার-প্রচারণা, অনলাইনে সম্মেলন ও অনলাইন ভিত্তিক প্রচারণা পরিচালনা করে আসছিল। এ ছাড়া গ্রেফতারকৃত রাষ্ট্রের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করত। গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।