রাজধানীর রাজাবাজার এলাকা থেকে গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরে বাংলা নগর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন– মোঃ শাহীন (২৯), মোঃ রুপচান (৩৪) ও মোসাঃ রোকসানা (২৪)। গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ৭ কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
এ প্রসঙ্গে শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ জানে আলম মুনশী ডিএমপি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ মে, ২০২১ (বুধবার) শেরে বাংলা নগর থানার পূর্ব রাজাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা নিজেদের নিকট মাদকদ্রব্য গাঁজা মজুদ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় মামলা রুজু হয়েছে।