ডিএমপি নিউজঃ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সেলিম উদ্দিন (১৯) ও মোঃ সৈয়দ আলম (২৬)। এসময় তাদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শিকদার মোঃ হাসান ইমাম ডিএমপি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২ মে, ২০২১ (রবিবার) বিকাল ৪.৪০ টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিজি প্রেস উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে।