ডিএমপি নিউজঃ রাজধানীর দারুসসালাম থানা এলাকা হতে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- জাহিদ (২১)। এসময় তার হেফাজত হতে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গোয়েন্দা রমনা বিভাগ সূত্র জানায়, রবিবার (৩০ মে) দুপরে দারুসসালাম থানার কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে গাজাঁসহ তাকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
গ্রেফতারকৃত জাহিদ কুমিল্লা জেলা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগর এলাকায় বিক্রয় করতো।
এ সংক্রান্তে দারুসসালাম থানায় মামলা রুজু হয়েছে।