ডিএমপি নিউজঃ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা হতে গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ সুমন মিয়া (২৬), শ্রী সাগর চৌহান (২৯), মোঃ খোকন (২১) ও মোঃ রাসেল (২০)। এসময় তাদের হেফাজত হতে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
২৮ অক্টোবর, ২০২১ (বৃহস্পতিবার) বিকাল ০৬.৩০ তেজগাঁও শিল্পাঞ্চল থানার দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে মোহাম্মদপুর জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দিন ডিএমপি নিউজকে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে সংবাদ পান। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে।