ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতের নাম- মোঃ বাবুল (৪৫)।
গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম ডিএমপি নিউজকে জানান, ১৫ জুলাই ২০২০ বুধবার ২১:১৫ টায় বাড্ডা থানার মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, অভিযুক্ত বাবুল অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বাড্ডা থানা এলাকায় ক্রয়- বিক্রয় করত। সে বাড্ডা থানার মাদক ব্যবসায়ীদের তালিকার ছয় নাম্বার আসামী।
এ বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে।