ডিএমপি নিউজ: রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ জামাল উদ্দিন ওরফে জুয়েল শিকদার।
গতকাল শুক্রবার ১২ জুলাই দুপুরে মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহআলম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মালিবাগের ডিআইটি রোড়ে আবুল হোটেলের সামনে গাঁজা বিক্রির জন্য দুইজন ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার (১২ জুলাই) ২৮ কেজি গাঁজাসহ মোঃ জামালকে গ্রেফতার করা হয়। অপর একজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, পলাতক আসামীর সাথে পরস্পর যোগসাজসে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে জামাল।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা বিভাগের এ পুলিশ কর্মকর্তা।