ডিএমপি নিউজঃ রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এর বিমানবন্দর থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ দবিরুল। এসময় তাদের হেফাজত হতে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ বি এম ফরমান আলী পিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার (১৩ মে ২০২২) রাত ৮:২০টায় বিমানবন্দর থানার গোলচত্ত্বরের পূর্বপাশ এলাকায় থানার একটি টিম অভিযান চালিয়ে দবিরুলকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে বিমানবন্দর থানায় মামলা রুজু হয়েছে।
বিমানবন্দর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।