ডিএমপি নিউজ : রাজধানীর হাতিরঝিল থানা ও তুরাগ থানা এলাকা থেকে ইয়াবার একটি বড় চালানসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগের একটি দল।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইয়াছিন, মোঃ আলী হোসেন ও মোঃ হাবিবুল্লাহ। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান ডিএমপি নিউজকে জানান, শুক্রবার (১৩ জানুয়ারি ২০২৩ খ্রি.) হাতিরঝিল তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, কতিপয় মাদক কারবারি হানিফ পরিবহনের একটি বাসযোগে ইয়াবাসহ বিশ্ব ইজতেমা যাত্রীদের সাথে চট্টগ্রাম হইতে ঢাকার ইজতেমা ময়দানের দিকে নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম হাতিরঝিল থানার চৌধুরীপাড়া এলাকার বাটা জুতা দোকানের সামনে অবস্থান নেয়। কাঙ্ক্ষিত বাসটি আসলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিলে বাসটি রেখে পালানোর সময় ইয়াসিন ও আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বাসটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই দিনে অপর এক অভিযানে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে তুরাগ থানার কামারপাড়া এলাকায় তাদের অপর সহযোগী হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিএমপি নিউজকে তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশ এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা রুজু হয়েছে।