ডিএমপি নিউজঃ রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম-মোঃ তাকবির হোসাইন(২৬)। এসময় তার হেফাজত হতে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তুরাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান ডিএমপি নিউজকে বলেন, ২৮ এপ্রিল ২০২১(বুধবার) ১৭.৩০ টায় তুরাগ থানার টুঙ্গী ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।
অভিযুক্তকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।