ডিএমপি নিউজঃ রাজধানীর মগবাজার এলাকায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ শহিদুল ইসলাম ওরফে কাঞ্চন (৪০) ও মোঃ আনোয়ার হোসেন ওরফে সিরাজ (৪২)। এ সময় তাদের হেফাজত হতে ৫৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (৮ জানুয়ারি, ২০২১) হাতিরঝিল থানার মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পার্শ্ববর্তী দেশ মায়ানমার হতে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করে। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে।
গ্রেফতারকৃতদের ৯ জানুয়ারি, ২০২১ বিজ্ঞ আদালতে প্রেরন করিলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন ।