ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগ রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- জলিল (২৫) , মুন্না (২৬) ও শরীফ (১৮)। এসময় ৫ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস পিপিএম ডিএমপি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রমনা থানার মগবাজার এলাকার হোটেল সুইট স্লিপ এর সামনে মাদক ব্যবসায়ীরা মিনি ট্রাকে ইয়াবাসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর দুপুর ১৪.৩০ টায় ঐ স্থানে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।