ডিএমপি নিউজ: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা হতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেপ্তারকৃত হলো- মোঃ মোস্তফা (৩২)। গ্রেপ্তারের সময় তার হেফাজত হতে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, রবিবার (২২ নভেম্বর, ২০২০) ৩.১৫ টায় যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডেমরা জোনাল টিম ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।