ডিএমপি নিউজ: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ নিজাম উদ্দিন (৩৯), জাহাঙ্গীর কবির (৪৮), মোঃ হারুন অর রশিদ (৩৮) ও মোঃ মোমিনুল হক ওরফে মমিন (৪৩)। এ সময় তাদের হেফাজত থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস ডিএমপি নিউজকে জানান, শুক্রবার (২৮ মে, ২০২১) দুপুর ০১:০৫ টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে।