ডিএমপি নিউজঃ রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম- তকি ওসমান (২১) ও প্রভাষ মন্ডল (৩৪)। ২৬ এপ্রিল বিকাল ০৫.৫০ টায় পল্টন মডেল থানাধীন বঙ্গবন্ধু এভিনিউ, হকি স্টেডিয়ামের সামনে থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা রমনা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস পিপিএম ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী গুলিস্তান এলাকার হকি স্টেডিয়ামের সামনে ইয়াবা বেচাকেনা করার জন্য অবস্থান করছে মর্মে নির্ভরযোগ্য তথ্য পায়। এমন তথ্যের ভিত্তিতে হকি স্টেডিয়ামের সামনে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
এ সংক্রান্তে পল্টন মডেল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।