ডিএমপি নিউজ: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান করে ৭৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পূর্ব বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মানিক মিয়া (৩২) ও মোঃ ফারুক মিয়া (৩৫)। ২৫ ডিসেম্বর ২০১৯ বিকাল ০৩.৫০ টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার গভঃ প্রিন্টিং প্রেসের সামনে থেকে একটি প্রাইভেটকার ও গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পূর্ব বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণের গাঁজাসহ ঢাকায় আসছে দুই মাদক ব্যবসায়ী, এমন সংবাদের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থান করে ডিবির টিম। গভঃ প্রিন্টিং প্রেসের সামনে অবস্থানকালে প্রাইভেটকারকে সিগনাল দিয়ে তল্লাশী করলে গাড়ীর ব্যাক ঢালায় স্কচটেপ দিয়ে মোড়ানো ৭৪ কেজি গাঁজা উদ্ধারসহ মানিক ও ফারুককে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে রফিকুল ইসলাম বলেন, ধৃত মাদক ব্যবসায়ীরা ব্রাহ্মনবাড়িয়াসহ বিভিন্ন বর্ডার এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করে।
এ সংক্রান্তে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সাত দিনের রিমান্ডের আবেদন করে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।