ডিএমপি নিউজঃ ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ১৯.১০ টায় রাজধানীর মহাখালী কাঁচা বাজার এলাকা হতে ৭৬ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ । গ্রেফতারকৃতরা হলো- মোঃ মুজিব খান (২৮), সজিব মজুমদার@সজু (২৩) ও মোঃ রাব্বি রহমান বাপ্পি (২৫) ।
এ সময় তাদের হেফাজত হতে একটি প্রাইভেটকারসহ ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় ।
ডিবি সূত্রে জানা যায়- গোপন তথ্যের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ১৯.১০ টায় রাজধানীর বনানী থানাধীন মহাখালী কাঁচা বাজারের পশ্চিম পার্শ্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে- তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করত ।
এ সংক্রান্তে রাজধানীর বনানী থানায় মামলা রুজু করা হয়েছে।