রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো- হেলাল উদ্দিন বদরী। এসময় তার হেফাজত থেকে ৯০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারমূলে জব্দ করা হয়।
এ সংক্রান্তে গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিম ডিএমপি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ অক্টোবর, ২০২১ (শুক্রবার) সন্ধ্যা ০৬:৫৫ টায় হাতিরঝিল থানার মালিবাগ ডিআইটি এলাকা থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বদরীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।