ট্রাফিক উত্তর বিভাগের এয়ারপোর্ট ট্রাফিক জোনের আওতাধীন আশকোনা পাবলিক হাই স্কুলে ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন এবং মটরযান আইন’ সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করার লক্ষ্যে ০৪ মে’১৭ বেলা ১৩.০০ ঘটিকায় একটি ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ট্রাফিক আইন সর্ম্পকে সচেতন করার লক্ষ্যে ডিএমপি ট্রাফিক বিভাগের ডকুমেন্টারী ফিল্ম প্রদর্শন করা হয়। রাস্তায় চলাচলের নিয়মকানুন (রাস্তা পারাপারে ফুটওভারব্রীজ ব্যবহার, জ্রেবা ক্রসিং ব্যবহার) সড়ক দুর্ঘটনার কারণ,যানজটের কারণ, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে করনীয় ইত্যাদি বিষয়ও উক্ত কর্মসূচীতে অন্তর্ভুক্ত ছিল।
ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাতেমা ইসলাম সিনিঃ সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট ট্রাফিক জোন), মোহাম্মদ আব্দুল আলীম চৌধুরী (টিআই প্রশাসন ) এয়ারপোর্ট ট্রাফিক জোন এবং উক্ত স্কুলের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী সহ প্রায় ১৫০জন ছাত্রছাত্রী । এসি ট্রাফিক এয়ারপোর্ট জনাব, ফাতেমা ইসলাম বক্তব্যে উল্লেখ করেন যে, রাস্তা পারাপার, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন এবং মটরযান আইন সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।