ডিএমপি নিউজ : রাজধানীর দক্ষিণখান থানার আশকোনা এলাকার সাড়ে ১৭ লাখ টাকা লুটের রহস্য উদ্ঘাটন করে ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ সুজন চৌধুরী, মোঃ শরীফ উদ্দিন ওরফে আপন, খন্দকার মনিরুজ্জামান মনির, মোঃ আলী আব্বাস ওরফে কাশেম, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ সাদেক মিয়া। এসময় তাদের হেফাজত থেকে ৯টি মোবাইল ফোন, পুলিশের ইউনিফর্ম ২ সেট, একটি ওয়্যারলেস সেট, হ্যান্ডকাফ ২ জোড়া, ১টি খেলনা পিস্তল ও পিস্তলের কাভার, পুলিশের ফিল্ড ক্যাপ ১টি, পুলিশ লেখা সম্বলিত একটি ল্যামিনেটিং কাগজ, ১টি মাইক্রোবাস ও দুই লাখ টাকা উদ্ধার করা হয়।
আজ শুক্রবার ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গত ১১ জুন ঘটনার ভিকটিম তার ব্যবসায়ীক কাজে নগদ ১৭,৫০,০০০ টাকা নিয়ে আশকোনা থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। ইজিবাইকযোগে বেলা ১২.১০টায় দক্ষিণখান থানার আশকোনায় রূপালী গার্ডেন সংলগ্ন কালভার্টের সামনে আসলে ২ জন জেলা পুলিশের পোশাক পরিহিত ও ১ জন সাদা পোশাকে ইজিবাইকটি গতিরোধ করে। এরপর তারা ভিকটিমকে একটি মাইক্রোবাসে উঠিয়ে হাতে হাতকড়া পড়িয়ে দেয়। বেলা অনুমান ১:৪৫টায় ভিকটিমের নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন রেখে দিয়ে তাকে খিলক্ষেত থানাধীন পূর্বাচল ৩ নং সেক্টরে ৩০০ ফুট রাস্তায় আন্ডার পাসের সামনে হাতকড়া খুলে ভয়ভীতি ও হুমকি নিয়ে নামিয়ে দেয়। পরবর্তীতে ভিকটিম দক্ষিণখান থানায় এজাহার দায়ের করেন।
তিনি বলেন, মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্তকালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সাথে সম্পৃক্তদের শনাক্ত করেন। গত ১৯ জুলাই গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত সুজন চৌধুরী, শরীফ উদ্দিন, খন্দকার মনিরুজ্জামান মনির, আলী আব্বাস, মোঃ সাইফুল ইসলাম ও সাদেক মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের ডাকতির কৌশল সম্পর্কে তিনি বলেন, চক্রটি ২টি ভাগে বিভক্ত হয়ে কাজ করে থাকে। একটি ভাগের সদস্যরা ভিকটিমের বিষয়ে তথ্য সংগ্রহ ও গতিবিধি ফলো করে। অপর ভাগের সদস্যরা পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় গাড়ির ভিতর অবস্থান করে এবং ভিকটিমকে পুলিশ পরিচয়ে গাড়িতে উঠিয়ে তার সর্বস্ব লুটে নেয়। গ্রেফতারকৃত সাইফুল, মনির, কাশেম ভিকটিমের বিষয়ে তথ্য সংগ্রহ ও গতিবিধি ফলো করে। সুজন, সাদেক, আপন পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় গাড়ির ভিতর অবস্থান করে এবং ভিকটিমকে পুলিশ পরিচয়ে গাড়িতে উঠিয়ে ডাকাতি করে।
গ্রেফতারকৃতদের দক্ষিণখান থানায় রুজুকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।