ডিএমপি নিউজ রিপোর্ট: রাজধানীর “ইউনি মার্ট” “সসলি বেকারী” ও “ক্যাপ্রিকন্স ওয়ার্ল্ড বেকারী এন্ড রেস্টুরেন্ট” কে ৩ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার (৩০ই মার্চ ২০১৭) এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান- অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রয় করায় “ইউনি মার্ট লিমিটেড” হাউস-২৩/২৬, রোড-৯০, গুলশান-২, ঢাকা’র ব্যবস্থাপক আতাউল্লাহ রিপন’কে ১ লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা, “সসলি বেকারী” ৬৬/ক, মানব বন্ধন রোড, ভাটারা, কুড়িল, ঢাকা’র ব্যবস্থাপক মোস্তফা কামাল’কে ১ লক্ষ টাকা জরিমানা এবং “ক্যাপ্রিকন্স ওয়ার্ল্ড বেকারী এন্ড রেস্টুরেন্ট” ক/৭০, হাজী আহম্মেদ প্লাজা, কুড়িল বিশ্ব রোড, ঢাকা’র ব্যবস্থাপক কবির উদ্দিন’কে ৮০ হাজার টাকা করে জরিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
“ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে” বলে সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।