ডিএমপি নিউজঃ রাজধানীর পল্টন এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টন মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোছাঃ রেহানা। এসময় তার হেফাজত হতে ৯০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (৮ জানুয়ারি ২০২২) রাত ১১:৩০টায় পল্টন মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবাসহ রেহানাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে।