ডিএমপি নিউজ: রাজধানীর উত্তরখানে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে উত্তরখান থানা পুলিশ।
উত্তরখান থানা সূত্রে জানা যায়, আজ ১২ মে ২০১৯ রবিবার সন্ধ্যার দিকে উত্তরখানের ময়নাটেকের চাপানের টেকে একটি বাসা থেকে প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে।
থানা সূত্রে আরো জানানো হয়, মৃত দেহগুলোর পরিচয় সনাক্ত করা গেছে। নিহতরা হলো-জাহানারা বেগম ওরফে মুক্তা (৪৮), জাহানার বেগমের ছেলে কাজী মহিব হাসান রশ্মি (২৮) ও মেয়ে আতিয়া সুলতানা মিম (২০)। তাদের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব থানার জগন্নাথপুর গ্রামে। জাহানারা বেগমের স্বামীর নাম মৃত ইকবাল হোসেন।
মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মৃতদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।