ডিএমপি নিউজ: রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র গোয়েন্দা উত্তর বিভাগের বিমান বন্দর জোনাল টিম। গ্রেফতারকৃতের নাম-মোঃ জাহাঙ্গীর আলম (৪৩)।
এ সময় তার হেফাজত হতে ২৪ কেজি গাঁজা ও গাঁজা পরিবহণে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।
১১ সেপ্টেম্বর ২০১৮ তারিখ রাত ৮.৫৫ টায় ওয়ারী থানাধীন গুলিস্থান ফ্লাইওভার সংলগ্ন কাপ্তান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু হয়েছে।