ডিএমপি নিউজঃ রাজধানীর খিলক্ষেত থানা এলাকা হতে অস্ত্র ও মাদকসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেফতারকৃতের নাম- মোঃ জাবেদ (৪০)। গ্রেফতারের সময় তার নিকট হতে ১টি বিদেশী পিস্তল, ১টি মোটর সাইকেল, ২টি মোবাইল ফোন, প্রতারণা কাজে ব্যবহৃত চারটি সীম এবং ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জুনায়েদ আলম ডিএমপি নিউজকে বলেন, ১৯ ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬.১০টায় খিলক্ষেত থানা এলাকায় অভিযান পরিচালনা করে জাবেদকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তর বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে খিলক্ষেত থানায় অস্ত্র ও মাদক আইনে দুইটি নিয়মিত মামলা রুজু হয়েছে।