ডিএমপি নিউজঃ রাজধানীর গুলশান থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো কাজী মোঃ সুজন ও শ্রীরাম চন্দ্র দাস।
রবিবার (১৫ মে ২০২২) রাত ৯:০৫ টায় গুলশান থানার শাহজাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রেজাউল হক ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলা হতে পিকআপযোগে গাঁজা নিয়ে ঢাকার রামপুরার দিকে আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম শাহজাদপুর তেহারী ঘর কাচ্চি ডাইন এর সামনে অবস্থান নেয়। কাঙ্ক্ষিত পিকআপটি আসলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিলে পিকআপ রেখে পালানোর সময় সুজন ও শ্রীরাম চন্দ্রকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত হওয়ায় পিকআপটিও জব্দ করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশ এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।