ডিএমপি নিউজ: রাজধানীর দারুস সালাম এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ অমিত হাসান ও মোঃ ইব্রাহীম খলিল।
রবিবার (৩০ এপ্রিল ২০২৩ খ্রি.) বিকাল ৫:৩০টায় দারুস সালাম থানার জেলা শিক্ষা অফিস এর মেইন গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।
গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রাশেদ হাসান ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক কারবারি দারুস সালাম থানার জেলা শিক্ষা অফিস এর মেইন গেইট সংলগ্ন দক্ষিণ পাশে মেইন রোডের ফুটপাতের উপর গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় অমিত ও ইব্রাহীমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত অমিত ও ইব্রাহীম দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকার মাদক ব্যাবসায়ীদের নিকট থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
এ ঘটনায় গ্রেফতারকৃত অমিত ও ইব্রাহীমের বিরুদ্ধে দারুস সালাম থানায় একটি মামলা রুজু হয়েছে।