ডিএমপি নিউজ: রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টন মডেল থানা পুলিশ।। গ্রেফতারকৃতদের নাম- মোসাঃ মনোয়ারা ও মোঃ আল আমিন হোসেন ।
বুধবার (৯ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যা ৬:৩০টায় পল্টন মডেল থানার গুলিস্থানস্থ মাওলানা ভাষানী জাতীয় হকি স্টেডিয়াম এর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পল্টন থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দীন মিয়া ডিএমপি নিউজকে বলেন, একজন মহিলা ও একজন পুরুষ পল্টন মডেল থানার গুলিস্থানস্থ মাওলানা ভাষানী জাতীয় হকি স্টেডিয়াম এর সামনে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে মনোয়ারা ও আল আমিনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে।