ডিএমপি নিউজ: রাজধানীর বাড্ডায় অস্ত্র-গুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মনিরুল ইসলাম ওরফে তুহিন (২৪) ও তানভীর আহম্মেদ অনিক (৩২)।
এ সময় তাদের নিকট হতে ম্যাগাজিনসহ ৭.৬৫ একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
২৫ মে’১৭ সকাল ০৮.৪৫ টায় বাড্ডা থানা এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় জানায়, তারা ঢাকা মহানগরসহ আশপাশ এলাকায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সস্ত্রাসীমূলক অপরাধ করে থাকে এবং তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ।
এ ব্যপারে রাজধানীর বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে।