রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ শাওন ইসলাম। এসময় তার হেফাজত থেকে ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।
এ সংক্রান্তে আন্তর্জাতিক বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ বিএম ফরমান আলী, পিপিএম ডিএমপি নিউজকে বলেন, গত শুক্রবার (৪ মার্চ ২০২২) কতিপয় মাদক ব্যবসায়ী বিমানবন্দর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে দিবাগত রাত ১২:১০ টায় অভিযান পরিচালনা করে ৯৫ বোতল ফেন্সিডিলসহ শাওনকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মামলা রুজু হয়েছে।